মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০ টায় নাটোর জেলার সিংড়া উপজেলাধীন নিংগইন পেট্রোল পাম্পের পাশে বিপরীত থেকে আসা নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সরকারি গাড়ির সঙ্গে সাংবাদিক সোহেল আহমেদ জীবন (৩৩) এর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক সোহেল আহমেদ জীবন (৩৩) গুরুতর আহত হয়। প্রত্যদর্শীদের ভষ্যমতে উপজেলা নির্বাহী কর্মকর্তার চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক জীবনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের উদ্দেশ্যে প্রেরণ করা হলে পথে তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, সাংবাদিক সোহেল আহমেদ জীবন আগপাড়া শেরকোল-বন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারি শিক্ষক এবং সিংড়া প্রেসক্লাবের সদস্য। সিংড়া থেকে নিজ কর্মস্থল বন্দর আগপাড়া শেরকোল স্কুল এন্ড কলেজে যাবার পথে উক্ত দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের স্ত্রী মানসি দত্ত মৌমিতা তিনি সিংড়া গোল-ই-আফরোজ কলেজের শিক্ষিকা।
নলডাঙ্গা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, সিংড়া ফিলিং স্টেশন থেকে গাড়ির তেল আনতে গিয়ে ফিলিং স্টেশনের সামনে গাড়ির সাথে মোটর সাইকেল ধাক্কা লাগলে একজন আহত হন। পরে তিনি মারা গেছেন বলেও জানা গেছে।