আশিকুর রহমান,কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় চলতি বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে ধানের । এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সময়মতোই পেকেছে ধান। সরজমিনে গেলে দেখা যায় অধিকাংশ ধান এখনো জমিতেই পড়ে আছে।
একদিকে বারবার ঘূর্ণিঝড় বার্তা দেওয়ায় দিনমজুরির সংকটে দিশেহারা হয়ে আছে কৃষক। মাঠে ঘুরে দেখা গেছে, বেশীরভাগ কৃষকরা নিরুপায় হয়ে নিজেদের ধান নিজেরাই কাটছে।
তারা জানান, আবহাওয়া অনুকুলে ছিল বলে সময়মত কীটনাশক ব্যবহার করার ফলে বোরো মৌসুমে ধানে বাম্পার ফলন হলেও অসময়ে বৃষ্টিপাত পাহাড়িয়া ঢলে নিচু জমিগুলো জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে, আর সমতল জমিগুলো ধান পেকে মাটিতে পড়ে গেছে, দেখা দিয়েছে দিন মজুরের সংকট।
তারা অনেক মজুরি নিচ্ছেন, তারপরও ধান কাটার দিনমজুর পাওয়া যাচ্ছে না, আগের মত ধান কাটার
কোন উৎসব নেই কৃষকদের মাঝে।
তবে বিভিন্ন জায়গায় দেখা যায়, বেশীর ভাগই জমিতে মেশিনের দ্বারা ধান কাটানো হচ্ছে।এতে তেমন কোনো ক্ষতির সম্মুখীনও হচ্চেনা তারা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও আবহাওয়া অনুকুলে না থাকায় নামা অঞ্চলের জমিগুলো দ্রুত কাটার জন্য কৃষকদের বলা হয়েছে।
এছাড়াও দিন মজুরের সংকট দুর করার জন্য হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার জন্য কৃষকদের উদ্বৃদ্ধ করা হচ্ছে।