নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসী গ্রামে অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন হরিদা খলসী যুব সংঘের কমিটি পরিচিতি, টি-শার্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) বিকেল সাড়ে ৪ ঘটিকায় হরিদা খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এমরান সোনার সদস্য- ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন প্রাং, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন নিউটন, ৪ নং ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য মোজাম্মেল হক,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিগন।
হরিদা খলসী যুব সংঘের সভাপতি জামিল হায়দার জনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন শেখের সঞ্চালনায় অতিথিগন বক্তব্য প্রদান করেন।
আধুনিক সমাজ গঠন ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্লোগান নিয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে হরিদা খলসী যুব সংঘ এবং হাসি মুখে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ স্লোগান নিয়ে স্বেচ্ছায় রক্তদান শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল সাংগঠনিক উন্নয়নের পাশাপাশি রক্তদান নিয়ে সচেতনতা বৃদ্ধি করা ও অসামাজিক কার্যকর্ম দূর করা।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি জামিল হায়দার জনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্যে বলেন ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে আত্বমানবতার সেবায় এগিয়ে আসা সকল স্বেচ্ছাসেবীর দায়িত্ব ও কর্তব্য, কর্মসুচী বিষয়ে আলোকপাত করে সকলের সহযোগীতা কামনা করেন। মাদকের বিরুদ্ধে, অসামাজিক কার্যকলাপে বিরুদ্ধে, আর্থ সামাজিক উন্নয়নে দরিদ্র, নিপীড়িত জনগনের পাশে দাড়িয়ে তাদের সহযোগীতা ও বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করার জন্য সকল সদস্যকে উদাত্ব আহবান জানান। তিনি আরও বলেন, আমরা তরুন, যুব সমাজ মিলে সেচ্ছায় সমাজ পরিবর্তনে কাজ করলে আমাদের সমাজ সুশীল সমাজ হতে বেশি সময় লাগবে না।
Good