মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিশ্ব ‘মা’ দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব ‘মা’ দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শাহিনুর খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা ইউডিএফ অফিসার আছাফুল ইসলাম সিদ্দিকী, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর প্রমূখ।