আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল ফিতর শেষে নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।
আজ শুক্রবার সকাল থেকেই দূর্গাপুরে বৃষ্টি শুরু হলেও এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে নির্বাচনের ভোট গ্রহণ।
উপজেলার বিরিশিরি পি.সি.নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে নির্বাচন চলছে।
ভারী বৃষ্টি শেষে কেন্দ্রের ধীরে ধীরে লক্ষ্য করা গেছে ভোটারদের উপস্থিতি ও উৎসাহ–উদ্দীপনা আরাও বাড়ছিলো
জানা গেছে, উক্ত দুর্গাপুর উপজেলার মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ১০টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ হাজার ৭৭২ জন।
সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছিল ।
প্রথম অবস্থায় বৃষ্টি কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে স্বাভাবিক ভাবে চলতে থাকে ভোট গ্রহণ।
তবে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন প্রার্থীরা।