অপূর্ব কুমারঃ- রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ও পাংশায় শনিবার পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে শনিবার বিকেলে দ্রুতগতির ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫০) নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বাগের হাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউয়িনের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শহিদুল ইসলাম ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেল (নং ফরিদপুর হ-১২৩২৮৬) চালিয়ে বাগেরহাট জেলার রামপালের নিজ গ্রামে ঈদ করতে যাচ্ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে এলে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক (নং ঢাকা মেট্টো ট-২২-৫৬৭৯) তাকে চাপা দেয়। এতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনা ঘটানো ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
অপরদিকে শনিবার সকালে রাজবাড়ীর পাংশায় ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহাবুবুর রহমান শিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, কুষ্টিয়াগামী তরমুজবাহী (ঢাকা মেট্রো ট- ২২-৩৪ ৪৩) ট্রাকটি মহাসড়কের (পাংশা আমতলা) রাস্তার মোড় অতিক্রমকালে রাজবাড়ী মুখি (ঢাকা মেট্রো গ- ২৬- ৭৯ ৫৩) প্রাইভেট কারটির সাথে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দ’ুপাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মরদেহ হাইওয়ে থানা পুলিশ নিজ হেফাজতে নিয়ে রাজবাড়ীর মর্গে পাঠায়। এ ব্যপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।