অপূর্ব কুমারঃ- রাজবাড়ী জেলা প্রতিনিধি
পরিবারের সঙ্গে ঈদ করা হলো না শহিদুলের
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম বাগেরহাটের রামপাল থানার চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে- তিনি ঢাকার মিরপুর এলাকার আগামী ফ্যাশনস লিমিটেডের একজন কর্মী।
আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম একজন গার্মেন্টসকর্মী। তিনি ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছিলেন। বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে তিনি মোটরসাইকেলে গোয়ালন্দ মোড়ের দিকে যাওয়ার সময় বাংলাদেশ হ্যাচারির সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।