ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।
যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে নাভারন ডিগ্রী কলেজের নিজস্ব হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের দাতা সদস্য ডা: আব্দুল মতালেব, গভাণিং বডির সদস্য ও নাভারন কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক খবির আহমেদ খান, অবসর প্রাপ্ত সহকারি আধ্যাপক আব্দুল খালেক, সহকারী অধ্যাপক দাউদ আলী, অত্র কলেজের শিক্ষক মন্ভলী এবং শার্শা সদর ইউনিয়ানের চেয়ারম্যান কবির উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিন আলম বাদল, যুবলীগ নেতা ফেরদৌস চৌধুরী রাজুসহ কলেজের শিক্ষক- শিক্ষিকা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান কলেজ লাইব্রেরীতে নিজস্ব তহবিল থেকে ৫০হাজার টাকা মুল্যের বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক হস্তান্তর করেন।