আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদারের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজম করা হয়েছে।
বুধবার কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলমাকান্দা থানা মসজিদের ইমাম হাফেজ মওলানা খায়রুল কবির সাহেব।
এছাড়া ইফতারের আগ মুহুর্তে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য জনাব মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন, কৃষি সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম, নেত্রকোনা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এরশাদুর রহমান মিন্টু, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান, কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এতে প্রায় তিন হাজার মানুষ ইফতারে অংশ নেন।