শেখ হেলাল, নিজস্ব প্রতিবেদকঃ
স্লুইসগেট দিয়ে পানি ঢুকে অভয়নগর উপজেলার নাউলী পুবের বিলের প্রায় শতাধিক বিঘা জমির বোরো ধান তলিয়ে গেছে। নদীতে জোয়ারের চাপ বেড়ে যাওয়ায় নষ্ট স্লুইসগেট দিয়ে গত কয়েকদিন ধরে পানি ঢুকেছে বলে জানা গেছে। পাকা ধান তলিয়ে যাওয়ায় বিপদে পড়েছে ওই বিলের অর্ধশতাধিক কৃষক।
জানা গেছে, উপজেলার নাউলি গ্রামের পূর্বপাশে অবস্থিত বিলটি স্থানীয়দের কাছে পুবের বিল নামে পরিচিত। বিলের মাঝ-বরাবর জয়রাবাদ গ্রামে আতাই নদীর সাথে তিনদরজা বিশিষ্ট স্লুইসগেটের মাধ্যমে ওই বিলের পানি ওঠানামা করে। ওই বিলে কয়েকহাজার বিঘা জমিতে এবার কৃষকেরা বোরো ধানের চাষ করেছেন। এখন চলছে ধান কাটার মৌসুম। কেউ কেউ ধান কাটা শুরু করেছেন। হঠাৎ গত শনিবার থেকে ওই স্লুইসগেট দিয়ে জোয়ারের পানি ঢুকে ওই বিলের শতাধিক জমির ধান পানির নিচে তলিয়ে যায়।
ওই বিলের কৃষক শাহাজান মোল্যা এবার বিলে আট বিঘায় (৪৮ শতকে বিঘা) বোরো আবাদ করেছিলেন। এর মধ্যে পাঁচ বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে। তিনি বলেন, জমিতে কোথাও আট আঙ্গুল (আঁধাফুট) আবার কোথাও একহাত পানি। গত দুইদিন ধরে বেশি দামে জন (মজুরী) কিনে দুই বিঘা জমির ধান কাটতে পেরেছি। বিলে পানি বাড়ছে। জানিনা বাকি ধান কাটতে পারব কি না। খুব বিপদে আছি।’
স্থানীয় ইউপি মেম্বার (সদস্য) হাফিজুর রহমান শেখ জানান, জয়রাবাদ স্লুইসগেট অনেকদিন ধরে নষ্ট। হঠাৎ নদীতে জোয়ারের চাপ বেড়েছে। এতে ওই গেট দিয়ে বোরো আবাদের শেষ পর্যায়ে পানি ঢুকে শতাধিক বিঘা জমির বোরোধান তলিয়ে গেছে। আমি গত রবিবার সারাদিন গেটের কাছে থেকে পানি যাতে আর না ঢুকতে পারে সে চেষ্টা করে যাচ্ছি। কৃষকরা এতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি আরো বলেন, স্লুইসগেট মেরামতের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরে নিকট লিখিত আবেদন করেও সমাধান পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন “ নষ্ট স্লুইসগেট দিয়ে পানি ঢুকে কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। স্লুইসগেটটি নষ্ট আমরা যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। চলতি বছরেই মেরামত করা হবে বলে তিনি জানিয়েছেন।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: তাওহীদুল ইসলাম বলেন “ স্লুইসগেট নষ্ট হয়ে গেছে। বরাদ্দ না পাওয়ায় মেরামত করতে পারিনি। চলতি বছরে বরাদ্দ পেয়েছি। গেটটি দ্রুত মেরামত করা হবে।
Leave a Reply