মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার জমি সহ নতুন বাড়ি ৷ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৩২,৯০৪ টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্ভোধন করেন । প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে রামপাল উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন বাড়ি, দুই শতক জমির সনদ ও কাগজপত্র হস্তান্তর করা হয়।
রামপাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দীপু, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়া মিলি, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ ৷
Leave a Reply