অমল কৃষ্ণ পালিত যশোর জেলা প্রতিনিধি \ যশোর সদরের বসুন্দিয়ার বেসরকারি প্রতিষ্ঠান আলোর দিশারী সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, যশোর এর সার্বিক সহযোগিতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও কর্মহীনদের জন্য খাদ্য উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার, সকাল ১১টায়, সিঙ্গিয়া আদর্শ কলেজ
মাঠ প্রাঙ্গনে সংস্থার সভাপতি মোঃ জিন্নাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা
মুনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে এনজিও ফোরাম এর যশোর জেলা সভাপতি
শাহাজান আহমেদ নান্নু, সিঙ্গিয়া আদর্শ কলেজ অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান,
বাংলাদেশ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক প্রজন্ম একাত্তর এর সম্পাদক ওহাবুজ্জামান (ঝন্টু), প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি আবু তাহের, সাধারণ
সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, নিতা কোম্পানী লিঃ এর সহকারী ব্যবস্থাপক সৈয়দ
জামিল আহমেদ সহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাস্টার আবু
শ্যামা প্রমুখ। অনুষ্ঠানে ১২১জন হতদরিদ্রের প্রত্যেককে ১০কেজি করে চাল, ২জন
শারীরিক প্রতিবন্ধীকে ২টি হুইল চেয়ার এবং ৫জন অন্ধ ব্যক্তিকে ১টি করে ডিজিটাল
সাদা ছড়ি প্রদান করা হয়।
Leave a Reply