অর্ণব আহসান শামিম:
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ শনিবার ২৩ এপ্রিল আনুমানিক সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলাধীন মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল ইসলাম (২১) শাহাবুদ্দিন মেডিকেল কলেজর শিক্ষাত্রী এবং তার বন্ধু আব্দুর রহিম মাসুদ (২০) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, আব্দুর রহিম খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে। দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে ঢাকামুখি দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুদ নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারাত্মক আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদের দুই জনের বাড়ি খুলনায়। তিনি আরও বলেন নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।