আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
কলমাকান্দায় সাদিয়া আক্তার নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।
শুক্রবার বিকেলে উক্ত উপজেলা সদরের চাঁনপুর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সাদিয়া চানপুরের মো. আলমগীর মিয়ার মেয়ে।
সাদিয়া কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, শুক্রবার দুপুরে দেড় টার দিকে সাদিয়াকে ঘরে রেখে তার মা স্বপ্না আক্তার পাশের একটি বাড়িতে যান। ঘণ্টাদুয়েক পর তিনি বাড়িতে ফিরেন। এসে দেখেন ঘরের দরজা বন্ধ।
পরে সাদিয়ার ছোট ভাই রামিম মাটি খুরে দরজার নিচ দিয়ে ঘরে প্রবেশ করে দেখে সাদিয়া ঘরের আঁড়ার সাথে ঝুলছে।
তখন সে চিৎকার শুরু করে, তাৎক্ষণিক দরজা ভেঙে তার মা ও স্থানীয় লোকজন ঘরে ঢুকে। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply