মুজাহিদুল ইসলাম। (ঢাকা মিরপুর প্রতিনিধি)
গত ২১/০৪/২০২২ বৃহস্পতিবার সকার ১১ টার দিকে আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রখ্যাত ও ধর্মীয় আধ্যাত্নিক নেতা ইমামুল আশেকীন শায়েখুল আকবার ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী (মাঃআঃ) হুজুরের সভাপতিত্বে রাজধানী ঢাকা মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সংস্থার সদর দপ্তরে শরীয়াহ বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওলামায়ে কেরামগণ। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করার জন্য দেশের বিভিন্ন জেলার হাট-বাজারের খুচরা চাল,গম ও আটার মূল্য পর্যালোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এবারের জন প্রতি ফিতরা ৫৫ টাকা নির্ধারণ করা হয়।
প্রাপ্ত তথ্যানুসারে, বাংলাদেশের ৬৪ টি জেলার আটার গড় মূল্য ৩৩.৬৮ টাকা হিসেবে ১ কেজি ৬৩৩ গ্রাম আটার মূল্য ৫৫ টাকা। সুতরাং, এবার বাংলাদেশে জনপ্রতি ফিতরার সর্বনিম্ন মূল্য ৫৫ টাকা ধার্য করা হয়েছে। তবে স্থানীয় বাজার দরে ১ কেজি ৬৩৩ গ্রাম চাল বা গম বা আটা এছাড়া ৩ কেজি ৩০০ গ্রাম যব বা কিশমিশ বা খেজুর বা পনিরের মূল্য নির্ধারণ করে জনপ্রতি ফিতরা আদায় করতে পারেন।