ডেস্কঃ
যশোরের অভয়নগরে ১৪ বছর বয়সি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা আশরাফুল মোড়ল (৪৫) কে
আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ধর্ষিতার মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। আটক আশরাফুল খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের ইনছার আলী মোড়লের পুত্র।
মামলা সুত্রে জানা যায়, একই এলাকার এক কন্যা সন্তানের জননীর স্বামীর মৃত্যুর পর ২০১২ সালে আশরাফুলের সাথে বাদীর বিবাহ হয়। বিয়ের পর তারা দু’জনে অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো। তাদের ঘরে একটি পুত্র সন্তান আছে।
আশরাফুল পেশায় একজন ভ্যান চালক এবং তার স্ত্রী জুট মিলে কাজ করে জীবিকা নির্বাহ করে। চলতি বছর মার্চ মাসের ১৫ তারিখে সকালে কন্যাকে বাসায় রেখে মা মিলে গেলে আশরাফুল মেয়েকে বাসায় একা পেয়ে জোর পুর্বক ধর্ষন করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।
এরপর সে প্রায় তাকে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক ধর্ষণ করতো। সর্বশেষ গত সোমবার (১৮ এপ্রিল) লম্পট আশরাফুল একইভাবে তাকে ধর্ষনের চেষ্টা করার সময় সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষনিকভাবে আশরাফুলকে আটক করে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান “ ঘটনা জানতে পেরে গত সোমবার রাতেই ঘটনার সাথে জড়িত আশরাফুলকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।
আটক আশরাফুল ধর্ষনের কথা স্বীকার করেছে। ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছে।
Leave a Reply