মিঠুন দত্তঃ
খুলনা ফুলতলা উপজেলার পথের বাজার পুলিশ চেকপোস্ট
এলাকা থেকে ২ মাদক কারবারি কে আটক করেছে পথের বাজার পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৮.৩০ সময় খুলনা-যশোর মহাসড়কের পূর্বপার্শ্বে পাকা রাস্তার উপর খানজাহান আলী থানাধীন পথের-বাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বহনকারী টিভিএস ভিক্টর জি এল মোটরসাইকেল রেজিষ্ট্রেশন নং মেহেরপুর-হ-১১-১৬৭ গাড়িটি জব্দ করে সাইফুল ইসলাম (২৫), মোঃ তামিম রেজা(২০) নামে দুই যুবককে আটক করা হয়।
ধৃত সাইফুল দর্শনার রাঙ্গিয়ারপোতা (নতুনপাড়া) গ্রামের আসাদুল হকের ছেলে। অপর আসামি তামিম জীবননগর থানার সিংনগর (স্কুলপাড়া) গ্রামের আলী আকুব্বারের ছেলে।
এ বিষয়ে পথের বাজার ক্যাম্পের উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply