মোঃ জামিল হায়দার (জনি) নাটোর জেলা প্রতিনিধিঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার(১৭ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস সহ উপজেলা পর্যায়ে সকল সরকারি কমকর্তা ও সাংবাদিকবৃন্দ।