আবদুর রহিম কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ ক্যান বিদেশী বিয়ার ও ৬ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার করেছে র্যাব-১৫।
১৭ এপ্রিল (রোববার) রাত সাড়ে ১২টায় উপজেলার ঘিলাতলীতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে পাতাবাড়ি বড়ুয়াপাড়া এলাকার সচিন্দ্র বড়ুয়ার পুত্র ট্রিপন বড়ুয়াকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply