ডেস্কঃ
যশোরের অভয়নগরে পাঁচ কেজি গাঁজাসহ মোঃ মুরাদ হোসেন (২৭), মোঃ অহিদুল ইসলাম (৩০), নামে দুই মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার এসআই মোঃ উজ্জল হোসেন, এসআই মোঃ রিয়াজ হোসেন, এএসআই মোঃ আহসান হাবিব, এএসআই মোঃ সিলন আলী সঙ্গীয় ফোর্সনিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (১৬ এপ্রিল) সকাল ০৬:৩৫ টায় উপজেলার
চেঙ্গুটিয়া বাবলাতলা বাজারস্থ মোঃ আল্লাউদ্দিন মোড়লের গাড়ী সার্ভিসিং করা টিনসেড ঘরের সামনে হইতে পাঁচ কেজি গাঁজাসহ তাদের আটক
করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা উপজেলার চেঙ্গুটিয়া এলাকার মৃত আঃ সামাদের পুত্র মোঃ মুরাদ হোসেন, একই এলাকার মৃত খালেক তরফদারের পুত্র মোঃ অহিদুল ইসলাম।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম আসামিদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং
-১৭, তাং-১৬/০৪/২০২২ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক)।
Leave a Reply