মুজাহিদুল ইসলাম। (ঢাকা মিরপুর প্রতিনিধি)
আজ বাংলা নববর্ষ। ১২ই রমজান ১৪/০৪/২০২২ ইং তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দুইদিন ব্যপী পবিত্র কুরআন তেলাওয়াত মুলক প্রতিযোগিতা সাওতুল কুরআন। দেশের এই অন্যতম রিয়েলিটি শো প্রচার করবেন, এস এ টিভি (SATV) বিকাল ৫টা ১০মিনিট থেকে প্রচারিত হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রিয়েলিটি শো। যথাক্রমে এই অনুষ্ঠান ১৫ই এপ্রিল রোজ শুক্রবার অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পৃথিবীর প্রখ্যাত ক্বারি এবং আল কুরআন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থার মহাসচিব,ব্রিটেনের ক্যামব্রিজ ইউনিভার্সিটির সিনিয়র ফেলো, প্রফেসর ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত এ-খোদা। পবিত্র কুরআন তেলাওয়াতের এই প্রতিযোগিতা প্রফেসর ড. এএফএম বরকত এ খোদার সঙ্গে উপস্থিত থাকবেন দেশের অন্যন্ন ইসলামি গবেষক।