অর্নব আহসান শামীমঃ গোপালগঞ্জ প্রতিনিধি।
প্রায় ৮ বছর পর গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় মেয়ের জামাই আজাদ মোল্যার (৪৫) মুত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত এবং একই সঙ্গে ১০ টাকা অর্থদন্ড।
গত বুধবার ১৩ এপ্রিল দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজাদ উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে।
দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সঙ্গে স্ত্রী শরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল দীর্ঘদিন এবং বিভিন্ন সময় স্ত্রীর ওপর তিনি নির্যাতন চালাতো সে তারই ধারাবাহিকতায় ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গা ঢাকা দেয় আজাদ, দগ্ধ হয় শাশুড়ি ফুরিয়া বেগম, তার স্ত্রীর বড় বোনের ছেলে আমিনুর (১৪), তামিম (৭) ও মেয়ে তনিমা (৪) মারা যান। এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরদিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন শুনানি শেষে আদালত আজাদ মোল্যার মৃত্যুদণ্ড দেয় গতকাল।
Leave a Reply