মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক জনপ্রিয় ছাত্রলীগ নেতা, নাটোরের কৃতিসন্তান এমরান সোনার সদস্য- ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধার সন্তান।
বাণীতে নাটোর জেলা বাসীকে বলেন, বর্ষ পরিক্রমায় আবহমান বাংলার আঙ্গিনায় বঙ্গাব্দ ১৪২৮ শেষে এসেছে ১৪২৯,
শুভ নববর্ষ।
বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে আমি নাটোর জেলা বাসি সহ সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি-এ প্রত্যাশা করি।
আবহমান আজ থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। আমাদের শিল্প,সাহিত্য,সংস্কৃতি,কৃষি,ব্যবসা, পার্বণসহ পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে বাংলা সনের ব্যবহার অত প্রোতভাবে জড়িয়ে আছে। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন। পরিবেশে বলতে চাই আজ প্রভাতে নবীন সূযোর্দয়,আকাশে বাতাসে নতুন স্বপন,ভাবি কল্যান অনুক্ষণ!
জয় বাংলার বাংলার জয়