আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় রোববার হঠাৎ রাতে ও ভোরে ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।উপড়ে গেছে ভিবিন্ন জায়গায় বিশাল আকারের বড় বড় গাছ সহ লণ্ডভণ্ড হয়ে গেছে অনেকের ঘড়বারি ও ফসল।
রবিবারে এই ঝড় তুফান চলে প্রায় ঘন্টার পর ঘন্টা।জানা যায়, বোরো ধানে ২৮ ইতিমধ্যে পাকতে শুরু করে। এবারের ফসল ভালো হবে বলে প্রত্যাশায় থাকা মুহুর্তেই বিগত ঝড়ে অর্ধেকের চেয়ে বেশী ধান মাটিতে পড়ে যায়,ঝরে বিভিন্ন বৈদ্যতিক খুটি ও তারের ক্ষয়ক্ষতি হয়।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাশেদুজ্জামান জানান,ঝড়ে বৈদ্যুতিক চারটি খুটি ভেঙে গেছে।
তাছাড়া ২৫ টি এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে লাইন নষ্ট হয়ে যাওয়ায় এগুলোর মেরামত চলছে
Leave a Reply