মৌসুমী আক্তার,(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানার পশ্চিম গাইলকাটা গ্রামের মহিলার (লাকি আক্তার)নামে ৪জন জমজ সন্তান জন্ম হয়। আমার ফেসবুক সহ অনলাইন অনেকগুলো প্রোর্টালেও আসে নিউজ। গত ৬এপ্রিল তারিখে আমার নিউজ ছাড়াও কুলিয়ারচর অনেক সাংবাদিকগন নিউজটা করেন।তখন সাদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাদ বিন হারুনের নজরে বিষয় টি পড়ে।তখন তিনি আর তার বন্ধু কুলিয়ারচর ছাত্র কল্যান পরিষদের সভাপতি নাঈম মিয়া দুজনে মিলে খোঁজ নিয়ে জানতে পারে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এবং তারা তাদের সাথে যোগাযোগ করে জানতে পারে তাদের পরিবারের অবস্থার কথা খুবি শোচনীয়। সাদ বিন হারুন ও তার বন্ধু নাঈম তাদেরকে দেখতে যান এবং তাদের সাথে কথা বলেন, তাদের পরিবারর হাল অবস্থা জেনে গতকাল৯/৪/২২তারিখে সাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চার বাচ্ছাদের পিতা ফাইজুর রহমান কৃর্তক নগদ ৫০০০হাজার টাকা অনুদান তুলে দেন।
সাদ বিন হারুন ও তার বন্ধু জানান বাচ্চাদের অবস্থা এখন অনেকটা ভাল আছে তারা এক দুইদিনের ভিতরে বাড়ি নিয়ে আসবে।চার বাচ্চার বাবা মা তাদের খুশি হয়ে দোয়া করেন।
Leave a Reply