নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মরা গরুর মাংস বিক্রয় করার দায়ে আইয়ুব কসাই কে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।
৮ এপ্রিল শনিবার দিবাগত রাতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের সাজুরিয়া গ্রামের নহির উদ্দিন এর মরা গরু ১৮ হাজার টাকা মিটিয়ে কিনে নিয়ে উপজেলার হাতিয়ান্দ বাজারে সেই মরা গরুর মাংস এলাকায় মাইকিং করে ৫০০ টাকা কেজিতে বিক্রয় করার ঘোষণা দেওয়া হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়,
হাতিয়ান্দ এলাকার সাজুরিয়া গ্রামের নহির উদ্দিনের নিজ বাড়িতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় গরুটি মারা যায়, সেই সময় খবর পেয়ে একই এলাকার আইয়ুব কশাই শনিবার সকালে এসে মরা গরুর দাম ১৮ হাজার টাকার বিনিময়ে কিনে নিয়ে হাতিয়ান্দ বাজারে মাংস বিক্রয় করা কালিন সময় এলাকাবাসী জানার পরে সিংড়া থানা পুলিশ কে খবর দেয়, পরে পুলিশ গিয়ে আইয়ুব কসাই কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক বলেন, কসাই আইয়ুব কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়া হবে।