আবদুর রহিম কক্সবাজার ::
কক্সবাজারে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদ নগর ইউপিস্থ বড় ধলিরছড়া ধলইন্যা মুড়া সুলতান আহম্মদের বাড়ীর বাহাদুর আলমের শয়ন কক্ষে অপরাধ মূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ০৯/০৪/২০২২ইং তারিখ রোজ শনিবার আনুমানিক ০৩.৪৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আভিযানিক দল।বাহাদুর আলম (৫০),পিতা-মৃত সুলতান আহমদ, মাতা-মৃত উমদা খাতুন, সাং-বড় ধলিরছড়া, ধলইন্যা মুড়া,(সুলতান আহাম্মদের বাড়ী)৩ নং ওয়ার্ড, রশিদ নগর ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, কে আটক করে।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেখানো মতে তার বসতঘরের খাটের তোশকের নিচ হতে একটি ০১ টি দেশীয় এলজি, ০২ রাউন্ড গুলি ও ০১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র দিয়ে এলাকার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূল কর্মকান্ড করে আসছে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।বলে জানান, মোঃ বিল্লাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক।