এ এম তুহিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
শিক্ষককে গালিগালাজ এবং হত্যার হুমকি দেওয়ায় যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবলীগ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান শিক্ষককে মুঠোফোনে হুমকি দেওয়ার কল রেকর্ডের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সাক্ষর করা একটি নোটিশ জারি করা হয়।
অভিযুক্ত যুবলীগ নেতা মাজহারুল ইসলাম জানান সে নোটিশের বিষয় শুনেছে কিন্তু সেটা এখনো হাতে পায়নি। সে বলে কথোপকথনের রেকর্ড আমার হলেও অনেক কথা এডিট করা হয়েছে তিনি আরও বলেন শোকজ নোটিশ দেখে তার পর ব্যাখা দেবো।
যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সঙ্গে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনে বলেন একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ যুবলীগের কোনো দায়িত্বপ্রাপ্ত এটি করতে পারে না সে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কথা বলেছে এর কারণে যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে জহুরুল ইসলাম রেন্টু আরও বলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী যুবলীগনেতা মাজহারকে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শোকজের সঠিক ব্যাখা দিতে না পারলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ৪ এপ্রিল ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামকে মুঠোফোনে হুমকি দেন, প্রায় ৬ মিঃ-এর কথোপকথনের অডিওতে শোনা যায় যুবলীগের নেতা মাজহারুল একাধিক বার অকথ্য ভাষায় প্রধান শিক্ষক রবিউল ইসলামকে গালাগালি করছেন। প্রধান শিক্ষকের উদ্দেশ্যে মাজহারুলকে বলতে শোনা যায়, ২৪ ঘণ্টা পার হলে ওই শিক্ষক যশোরে থাকতে পারেন, তাহলে তিনি চুড়ি পরে ঘুরে বেড়াবেন।
ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম ৩১ মার্চ জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেন।
এবং শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনা তদন্তের অনুমতি দিয়েছেন আদালত বুধবার ৬ এপ্রিল যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এই অনুমতি প্রদান করেন।
এবং অভিযোগ তদন্তের জন্য ইছালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোকাররম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি যশোরের ওসি রূপন কুমার জানান, যুবলীগ নেতা মাজহারুলের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন আদালত। মুঠোফোনের কথোপকথনের তালিকা চেয়ে তদন্তকারী কর্মকর্তা মোকাররম পুলিশ সুপারের কাছে আবেদনও করেছেন সেটা হাতে পেলেই তদন্তের কাজ শুরু করা হবে।
Leave a Reply