মোঃ রবিউল ইসলাম রাকিব, বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনের অভয়াশ্রম ঘোষিত সংরক্ষিত এলাকার নদী থেকে অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ শিকারী চক্রের মূল হোতাসহ ১২ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর (শুক্রবার ৮ এপ্রিল) মোংলার জাপসি নদীর গোলের খালের মুখে র্যাব-৬ এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (০৮ এপ্রিল) র্যাব-৬ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মোংলার জাপসি নদী এলাকায় নিষিদ্ধ বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় মৎস্য শিকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দাকোপ থানাধীন কালাবগী সুতারখালী এলাকার মোঃ দলিল বৈদ্যর পুত্র মোঃ সাদ্দাম বৈদ্য (২৭) ও তার ভাই মোঃ শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মোঃ বক্কর গাজীর পুত্র মোঃ জাকির হোসেন (২৮), মৃত আরশাদ মোড়লের পুত্র মোঃ খায়রুল মোড়ল (২৫), আবুল কাশেম গাজীর পুত্র আঃ সালাম গাজী (৩৬), মোঃ আবু সানার পুত্র মোঃ বাচ্চু সানা (৩৫), মোঃ ইউসুফ সরদারের পুত্র মোঃ আবু সাইদ সরদার (৩০), রফিকুল সরদারের পুত্র মোঃ নাজমুল সরদার (২৮), মৃত যুগান্ত মন্ডলের পুত্র মোঃ আবুল হোসেন গাজী (২৮), মোন্তাজ শেখের পুত্র শাহজাহান শেখ (৪৫), মৃত রুহুল আমিন সানার পুত্র মোঃ সালাম সানা (৩০) ও অপর আসামি মৃত তাহের আলী সরদারের পুত্র ইকরামুল সরদার (৩১) কে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৫ টি ইঞ্জিন বিহীন কাঠের নৌকা, মাছ শিকারে ব্যাবহৃত ৬ টি বিষের বোতল , জাল সহ বিষ দিয়ে শিকার করা ৪০০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে ।
আটককৃত আসামীদের মোংলা থানায় হস্তান্তর করে আইনগত ব্যাবস্থা গ্রহন করার কথাও জানিয়েছেন র্যাব কর্মকর্তা। প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ সদর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম (এসপি) সহ র্যাব কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply