মোঃ শফিকুল ইসলাম ঘোড়াঘাট প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে তথ্য আপার সেবা বিষয়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বিরাহীমপুর (পাতলা কুঁড়া) গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে ও তথ্য সেবা সহকারী আনজিরা তালুকদার তনুজার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্রী জগদীশ চন্দ্র ও মোঃ নাছিম মিয়া প্রমুখ।
বৈঠকে বক্তারা মহিলাদের বাল্য বিবাহ ,স্বাস্থ্য সেবা, মাদক, শিক্ষা, তথ্য প্রযুক্তি সেবাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন।
Leave a Reply