বাগেরহাট প্রতিনিধি,রবিউল ইসলাম রাকিব
বাগেরহাটের রামাপালে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো
অস্ত্রের আঘাতে উজলকুড় গ্রামের আমীর আলীর ফকিরের ছেলে মো. ওমর ফারুক
শেখ (৪২) মারাগেছে। এ সময়ে নিহত ওমর ফারুকের অপর ভাই মো. মিজান
শেখ (৪৮) আহত হয়। বুধবার বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে
ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, রামপাল উপজেলার
উজলকুড় গ্রামের সিদ্দিক শেখের ছেলে আলী শেখ ও কামাল শেখের সাথে ওমর
ফারুকের জমি নিয়ে বিরোধ ছিল। প্রতিপক্ষের জমিতে পানি দেওয়া ও
হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে ওমর ফারুক ও মিজানকে
কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় দুই ভাইকে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা
গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান
শুরু করেছে। খুলনা মেডিকেল কলেজ থেকে লাশ পুলিশি হেফজতে নেওয়া
হয়েছে বলে তিনি জানান। #