নওয়াপাড়া (যশোর) প্রতিনিধিঃ
পাট,সুতা,বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যেগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় যশোর- খুলনা মহাসড়কের রাজঘাটে শ্রমিকদের সাত দফা দাবী আদায়ে এ মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, বন্ধকৃত যশোর জুট ইন্ডাষ্ট্রিজের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক,ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাবেক সভাপতি মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ইষ্টার্ন জুট মিলের সিবিএর সাবেক সভাপতি মো: আলাউদ্দিন, প্লাটিনাম জুট মিলের সিবিএর সাবেক সভাপতি শাহানা পারভীন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হওয়া রাষ্টায়াত্ব পাটকলগুলি পুনরায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু সহ শ্রমিকদের সাতদফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, মিল-কলকারখানা বন্ধ করা হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঈদের আগেই যদি শ্রমিকদের পাওনা মজুরী পরিশোধ করা না হয় তাহলে ঈদেরপর বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।
Leave a Reply