মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার(০১ এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবসমাজের আয়োজনে মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউঃপি সদস্য আমিনুল ইসলাম বিদ্যুৎ, নলডাঙ্গা থানার এস আই আক্কাস আলী, অত্র ওয়ার্ডের ইউঃপি সদস্য মিন্টু খন্দকার, সংরক্ষিত আসেন মহিলা মেম্বার নাসিমা বেগম ও হালিমা বেগম সহ দলীয় নেতাকর্মী।