ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
(২৮ মার্চ) নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড মহিলা কলেজ মোড়ে মের্সাস রোজিনা ট্রেডার্স নামক ওয়ালটন শোরুমে অজ্ঞাত নামা চোর রুমের উপরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ওয়ালটন কোম্পানির বাটনযুক্ত ৮ টি মোবাইল ফোন, ৫টি গরম পানি রাখার ফ্লাস্ক, ১টি ব্লেন্ডার,১০টি বৈদ্যুতিক বাল্ব চুরি করে নিয়ে যায়। এমতাবস্থায় শোরুম এর মালিক মোঃ এ জে এম শাহাবুদ্দিন সুজন পিতা-মৃত শামসুল আরেফীন, সাং- তর্পণ ঘাট, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর থানায় এজাহার দায়ের করলে, অত্র থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এসআই মশিউর রহমান ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই চুরির ঘটনায় জড়িত মোঃ রিয়াজ শেখ মিঠু(৩০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- কামালের পাড়া, থানা- সাঘাটা,জেলা- গাইবান্ধাকে গত ৩০/০৩/২০২২ তারিখ রাত্রি অনুমান ২০.৫০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা দাউদপুর বাজার হতে গ্রেফতার করা হয়। সে একজন পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য এবং নবাবগঞ্জ থানা সহ আশপাশের জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি করে থাকে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
Leave a Reply