আবদুর রহিম কক্সবাজার ::
উখিয়ায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ(৩০মার্চ বুধবার)উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ উখিয়ায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার ভর্তুকি মূল্যে সরকারের পক্ষ থেকে বিতরণের আনুষ্ঠানিকতা সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।
টিসিবি’র পণ্য বিতরণের আনুষ্ঠানিকতা উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা (পজিপ) কর্মকর্তা মেহেদী হাসান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন। রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া ও ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,আজ ইউনিয়নে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ১৬০০ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়েছে। আগামীকাল থেকে অন্যান্য ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।