অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকালে শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ী হাইস্কুলে মোল্যা সাঈদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ,উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন, সহ সভাপতি ফারাজী মাসুদুর রহমান টিটো,অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান তারু, তরফদার আলী আহম্মেদ, জগদীশ সিকদার এ্যাডভোকেট আব্দুল হালিম, মহিউদ্দিন আহম্মেদ, ভরত মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে অভয়নগরের জলাবদ্ধ নিরাসন সহ অভয়নগরের উত্তর জনপদের ৪ টি ইউনিয়ন নিয়ে একটি প্রশাসনিক থানা ও ভৈরব নদের ৪ টি ইউনিয়নের জনপদের জন্য হাসপাতাল নির্মাণসহ কয়েকটি সমস্যা সমধানের জোর দাবী জানানো হয়।
Leave a Reply