মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলাধীন ৩নং খাজুরা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮শে মার্চ সোমবার সকালে খাজুরা উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে সম্মেলন শুরু হয়, উদ্বোধনী বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ শুকুর, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান,সাধারণ সম্পাদক ও খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নয়ন খন্দকার প্রমুখ।
পূর্বের কমিটি বিলুপ্তির পরে, উপজেলা নেতৃবৃন্দর সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রলীগেট সভাপতি, সেক্রেটারি স্বাক্ষরিত আগামী একবছরের জন্য সভাপতি পদে ফরিদ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সহ ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা সভাপতি খালেদ মাহমুদ।
Leave a Reply