আবদুর রহিম কক্সবাজার ::
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ,র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে, অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান,
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক *১। রমিজ উদ্দিন(২০),* পিতা-হামিদ উল্লাহ, সাং- বøক-ডিডি ২, ক্যাম্প-৩, মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প; *২। ফয়েজুল ইসলাম (২৪),* পিতা-আব্দুল করিম, সাং-ব্লক-আই ১১, ক্যাম্প-৮ ডব্লিউ, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উভয় থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দের ধৃত করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে *৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।