আবদুর রহিম কক্সবাজার ::
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সবুজবাগ আবাসিক এলাকায় র্যাব-১৫’র অভিযানে ১৭,৫০ইয়াবাসহ ২জনকে আটক করেছে।
গত কাল ২৬ই মার্চ (শনিবার)-২০২২ইং কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার ০৪ নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকাধীন একটি ভাড়াবাসায় মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫’র একটি আভিযানিক দল উক্ত তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৪ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে একই জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লম্বাশিয়া ক্যাম্প-০১, ব্লক নং-এইচ ২, মৃত ক্যালা সিং এর ছেলে মোঃ ওমর ফারুখ (৩৭) রোহিঙ্গা ও চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মোঃ ইদ্রিসের ছেলে মোঃ এমরান (২৮)সহ দুজনকে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও উক্ত ভাড়াবাসা তল্লাশী করে সর্বমোট-১,৭৫০ (এক হাজার সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে এমন তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।
তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।