সিংড়া,নাটোর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় নাটোরের সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় স্মৃতিসৌধে আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়। এদিকে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, ওসি নুর-এ-আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply