নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুরে একটি গম ক্ষেত থেকে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার র্পূর্ব পাশের একটি গম ক্ষেত তাকে উদ্ধার করা হয়। স্থাানীয়রা জানায়,‘সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন হাঁটার জন্য বের হলে হাকিমপীরের আস্তানার র্পূর্ব পাশের একটি গম ক্ষেতের মধ্যে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো নবজাতক শিশুকে জীবিত অবস্থাায় দেখতে পায়। শিশুটিকে তিনি বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন লালপুর স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে যায়।
লালপুর স্বাস্থ্যা কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ খোরশেদ আলম রানা জানান, সকাল ৯টার দিকে নবজাতককে হাসপাতালে আনে স্থাানীরা। আমার বা”চাটিকে পরীক্ষা করেছি সে এখন সুস্থা ও সুন্দর আছে। আমরা তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখেছি।’ লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।