মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় সরকারি ওএমএসের ৬০০ কেজি চাল এবং ২শ’ ৫০ কেজি আটা পাচারকালে বুধবার (২৩ মার্চ) দুপুরে জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই। এ ঘটনায় অভিযুক্ত ওই ডিলার শামসুদ্দিন সরকারের ডিলারশিপ সাময়িক স্থগিত করা হয়েছে। জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএসআই নাটোরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ডিলার শামসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওএমএসের চাল-আটা তুলে নিয়মমতো বিক্রি করেন না। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের পর গোপনসূত্রে খবর পেয়ে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের বুড়াদরগার এলাকায় অভিযান চালান এনএসআই সদস্যরা। এ সময় পাচারকালে ওই চাল ও আটা জব্দ করা হয়।
হারুন-অর-রশিদ জানান, ওই ডিলারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি ভিত্তিতে জেলা ওএমএস কমিটির সভা আহ্বান করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।