মোঃ মনিরুজ্জামান
খুলনা জেলার ফুলতলা বাজারে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে প্রায় ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ মার্চ বুধবার আনুমানিক বেলা ১১টা নাগাদ ফুলতলা বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া আফরিন পরিচালনায় এই অভিযান হয়।
গোডাউনে প্রায় ১১৭ ড্রাম সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে মুদি পোট্রি সড়কের সুমন্ত কুন্ডুকে ৫০ হাজার টাকা, বিপ্রদাস কুন্ডুকে ১০ হাজার টাকা, গোপাল চন্দ্র কুন্ডুকে ১০ হাজার এবং মধুসূদন কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন জানান এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply