আবদুর রহিম কক্সবাজার ::
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ৪হাজার ইয়াবাসহ ১জনকে আটক করেছে।
আজ ২১ই মার্চ (সোমবার)-২০২২ইং কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজারস্থ টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১২.৪০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে এনায়েদ শাহ @ এনায়েদ উল্লাহ (১৯) (রোহিঙ্গা), পিতা- আবুল বাশার, সাং-জাদিমুড়া, ক্যাম্প- ২৭, ব্লক-বি/৯, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন।