ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সাথে শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান।
গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, আমি আজ নিজে অনেক গর্বিত কেননা আমি নিজেও এই কলেজের একজন ছাত্র ছিলাম এবং এখন আমি এই কলেজের সেবা করার জন্য দায়িত্ব পেয়েছি। আমি আমার প্রাণের এই কলেজের উন্নতির জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো। ইতিমধ্যে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে অধ্যক্ষ সহ শিক্ষকদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও তিনি তার নিজস্ব অর্থায়নে কলেজের শিক্ষকদের কমন রুমে এসি সহ কলেজ লাইব্রেরি আরো সমৃদ্ধ করার জন্য ১ম ধাপে ৫০ হাজার টাকার বই দেওয়ার আশা ব্যাক্ত করেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রফেসর নাভারন ডিগ্রী কলেজ ও বিদ্যুৎ শাহী সদস্য খবীর উদ্দিন খান, গভর্নিং সদস্য ডাঃ মতলেব হোসেন, নাভারন ডিগ্রী কলেজর সহকারী অধ্যক্ষ আব্দুর রউফ,মো আবু বকর সিদ্দিক। প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। মোঃ সাইদুজ্জামান বিটন, সাবেক আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শার্শা উপজেলা শাখা, সরদার শাহরিন আলম বাদল, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ