আবদুর রহিম কক্সবাজার ::
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে র্যাব-১৫ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৯ মার্চ) র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উখিয়ার পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয় অথবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল রাত আনুমানিক সাড়ে ৭টায় ওই স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করে। এসময় তাদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্বার করা হয়।
আটককৃতরা হলো,১। মোঃ ইয়াসিন (২২), পিতা- মৃত সৈয়দুর রহমান, মাতা- সুফিয়া খাতুন, ২। এনামুল হক (৩৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মৃত সফুরা খাতুন, উভয় সাং- পশ্চিম নলবুনিয়া, কালুবড়ঘোনা, ৮ নং ওয়ার্ড পালংখালী – উখিয়া- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।