আবদুর রহিম কক্সবাজার ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলাতে ১৮ হাজার ইয়াবাসহ এক রাখাইন যুবককে আটক করেছে র্যাব-১৫ । শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যাক্তি হলো, একই এলাকার অংওয়ান রাখাইনের ছেলে অংজনাই রাখাইন (২৪)।
র্যাব-১৫ অধিনায়ক খায়রুল ইসলাম জানান, উক্ত ব্যক্তির কথা-বার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার নিকট মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply