আবদুর রহিম কক্সবাজার ::
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ড্যাগার ও চাকুসহ ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করে র্যাব-১৫ এর সদস্যরা।
আটকরা হলেন- মো. সালাউদ্দিন (৩২), মো. রশিদ উল্লাহ (৩৫), মো. জোহার (১৭), পিতা-মনির আহাম্মদ, মো. রফিকুল ইসলাম (১৬), মো. ইউনুস।
বিজ্ঞানীরা ডায়াবেটিসের প্রধান শত্রু খুঁজে পেয়েছেন! চিকিৎসা এখানে
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুগন্ধা সড়কে অবস্থানকালে পাচঁজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ড্যাগার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই পেশাদার কিশোর গ্যাংয়ের সদস্য। সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ড্যাগার-চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আঘাত করে সর্বস্ব লুট করত তারা।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।