মোঃ মনিরুজ্জামান।
শবে বরাত শব্দটি মুলত
ফারসি ভাষা এখানে ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। পবিত্র কুরআনের ভাষা অনুযায়ী
আরবিতে এই শব্দটি হচ্ছে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত।
পবিত্র হাদিসের ভাষ্য অনুযায়ী, এবং মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস আল্লাহ এই রাতে তাঁর বান্দাদের গুনহা বা অপরাধ ক্ষমা করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন।
তবে কারো কারো মতে
শবে বরাত পালনের প্রচলন শুরু হয় হিজরি ৪৪৮ সাল থেকে ফিলিস্তাইনের নাবলুস শহরের ইবনে আবিল হামরা নামে একজন মানুষ এসেছিলেন তিনি সুমধুর কন্ঠে পবিত্র কুরআন পাঠ করতেন, তিনি শাবান মাসের এই দিনে মধ্যরাত্রিতে মসজিদুল আকসায় নামাজে দাঁড়িয়েছিলেন এবং তাঁর পিছনে এক লোক এসে যোগদান করেন তার পরে তাঁর সঙ্গে তৃতীয় জন এসে যোগ দেন এবং এই ভাবেই তিনি নামাজ শেষ করার আগেই বিরাট একদল লোক এসে তাঁর সঙ্গে যোগ দেন। পরবর্তী বছর এলে, তাঁর সঙ্গে অনেকেই যোগ দেন ও নামাজ আদায় করেন। এতেই মাসজিদুল আক্সাতে এই নামাজের প্রথা চালু হয়।
পবিত্র শবে বরাত মুসলিমদের কাছে এককথায় রমজানের আগমনী বার্তা বয়ে আনে, কারণ আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের পরেই আসে রমজান মাস। তাই শবে বরাতের রাত থেকে আসন্ন রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় সমগ্র মুসলিম বিশ্বে।
Leave a Reply