মোঃ মনিরুজ্জামান।
যশোর চাঁচড়া এলাকায় পানিতে ডুবে মাহির নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে জানা যায় যে, নানা বাড়ি বেড়াতে এসে সেখানকার একটি পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায় শিশুটি।
গতকাল সোমবার ১৪ মার্চ দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া হঠাৎপাড়া নামক জায়গায় একটি আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পড়ে তার মৃত্যু তার।
নিহত শিশুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াদাহ গ্রামের মুনসুর সরদারের পুত্র।
মৃত শিশু মাহির’র নানা আলম সরদার জানান, তারা পরিবার সহ আশ্রয়ণ প্রকল্পে থাকে। গত তিনদিন আগে তার নাতি মাহির তাদের বাড়িতে বেড়াতে আসে। সকলের অগোচরে মাহির খেলা করতে যেয়ে কোন একটা সময় বাসার সামনে পুকুরে পড়ে যায়, কিন্তু পরিতাপের বিষয় কেউ বুঝতেই পারিনি।
পরে আনুমানিক বেলা ১১টা নাগাদ মাহিরকে কোথাও না দেখে সকলেই খোঁজাখুঁজি করতে থাকে।পরে আনুমানিক দুপুর ২টার দিকে পুকুরে মাহিরের দেহ ভাসতে দেখে উদ্ধার করে তাত্ক্ষণিক যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস শিশু মাহিরকে মৃত ঘোষণা করে।